তীব্র তাপপ্রবাহ শ্রীনগরে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে
১১ জুলাই : কাশ্মীর উপত্যকায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে, যা এখানকার আবহাওয়ার ইতিহাসে এক বিরল ঘটনা। শ্রীনগর, অনন্তনাগ, বারামুলা এবং কুলগামের মতো বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যার ফলে এয়ার কন্ডিশনার (এসি), কুলার এবং ফ্যানের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। একসময় হালকা আরামদায়ক গ্রীষ্মকালের জন্য পরিচিত এই অঞ্চলে, মানুষজনকে এখন এসি কেনার জন্য ভিড় জমাতে দেখা যাচ্ছে ইলেক্ট্রনিক্স দোকানগুলিতে।
এই প্রসঙ্গে অনন্তনাগের এক ক্রেতা বলেন, “জুলাই মাসে এমন ভিড় আগে কখনও দেখা যায়নি।” স্থানীয় এক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী গত বছরের একই সময়ের তুলনায় এসি বিক্রিতে ৬০ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছেন। বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক সদস্য এবং শিশু রয়েছে, তাদের শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রে বিনিয়োগ করতে কার্যত বাধ্য করেছে এই ক্রমবর্ধমান তাপমাত্রা। উমর নামে এক স্থানীয় মেকানিক জানিয়েছেন, এসি এবং কুলারের মেরামত কাজে ৮০ শতাংশ বৃদ্ধি হয়েছে। তিনি আরও বলেন যে, ‘মানুষজন ফ্যানের চেয়ে এখন এসি-র দিকে বেশি ঝুঁকছেন।’
তবে, জলবায়ু বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী এসির ব্যবহার ও পরিবেশের ওপর তার প্রভাব সম্পর্কেও সতর্ক করেছেন। কিলামের সরকারি ডিগ্রি কলেজের পরিবেশ ভূগোলবিদ ড. মাসুন এ. বেগের মতে, শীতলীকরণ যন্ত্রপাতির উপর ক্রমবর্ধমান নির্ভরতা ক্লোরোফ্লুরোকার্বন নির্গমন বাড়াচ্ছে, যা বায়ুমণ্ডলের জন্য অত্যন্ত ক্ষতিকারক।এবিষয়ে তিনি সতর্ক করে বলেন, “আমরা শীঘ্রই এমন এক পর্যায়ে পৌঁছতে পারি যেখানে এসি কেনা বিলাসিতা নয়, বরং একটি অত্যাবশ্যকীয় প্রয়োজন হয়ে দাঁড়াবে।”
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।