অভিনেত্রী নন্দিনী কাশ্যপ গ্রেফতার
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : অবশেষে গ্রেফতার হলেন জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী কাশ্যপ। মঙ্গলবার রাতে পানবাজার মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘‘ঘটনাটি ‘হিট অ্যান্ড রান’ কি না, তা তদন্তে স্পষ্ট হবে। মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আগের মামলাটিতে জামিনযোগ্য ধারা যুক্ত ছিল। তাই দু’বার থানায় হাজিরা দেওয়ার পরেও পুলিশ নন্দিনীকে গ্রেফতার করতে পারেনি। শেষপর্যন্ত জামিন অযোগ্য ধারা ১০৫ যুক্ত করে নন্দিনীকে রাত ১টা ৩০ মিনিটে গ্রেফতার করা হয়েছে।’’
প্রথম পর্যায়ে, মঙ্গলবার রাতে শারাইঘাট সেতুর কাছ থেকে দিসপুর থানার পুলিশ অভিনেত্রী নন্দিনী কাশ্যপকে আটক করেছিল।
উল্লেখ্য, অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতর আহত সামিউল হকের মৃত্যু ঘটল। মৃত্যুর পরই অভিনেত্রীকে আটক করেছে দিসপুর পুলিশ।
মঙ্গলবার গুয়াহাটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল সামিউল হকের। অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছিলেন সামিউল। পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন সামিউল।
প্রসঙ্গত, শুক্রবার গুয়াহাটির দক্ষিণগাঁও এলাকায় সামিউল হককে দ্রুত গতির গাড়ি দিয়ে ধাক্কা মারেন অভিনেত্রী নন্দিনী। এই মর্মান্তিক দুর্ঘটনার পর সামিউলকে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। এরপর তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। মঙ্গলবার সামিউলের মৃত্যু ঘটলে তাঁকে আটক করা হয়।