চুরি করে গ্রেফতার অভিনেত্রী
৩১ অক্টোবর : পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গয়না চুরি করার অভিযোগে গ্রেফতার হলেন টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত। CCTV ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা রূপাকে জিজ্ঞাসাবাদ করেন। জেরার পর বৃহস্পতিবার রাতে তাঁকে বড়বাজারের নন্দরাম মার্কেটের কাছ থেকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সাড়ে ৩ বছর আগে বইমেলায় পকেটমারির অভিযোগেও গ্রেফতার হন।

