অভিনেতা ফাইলাও বসুমাতারির দেহাবসান

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : জনপ্রিয় অভিনেতা ফাইলাও বসুমাতারির দেহাবসান ঘটল। গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা বসুমাতারি। কয়েক মাস ধরে তিনি লিভার জনিত রোগের চিকিৎসাধীন ছিলেন।

প্রয়াত অভিনেতা বড়ো জনগোষ্ঠীর একজন লোকশিল্পী হিসেবেও জনপ্রিয় ছিলেন। বেহারবাড়ি আউটপোস্টের ‘বসু দা’র চরিত্রে রাজ্যজুড়ে অধিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ‘বসু দা’র মৃত্যুতে রাজ্যের সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে আসে।

অভিনেতা ফাইলাও বসুমাতারির দেহাবসান
Spread the News
error: Content is protected !!