এসিএস অফিসার নূপূর বরা’র বাসভবনে অভিযান সিএম ভিজিল্যান্সের, উদ্ধার লক্ষ লক্ষ টাকা
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : এসিএস অফিসার নূপূর বরা’র বাসভবনে সিএম ভিজিল্যান্স অভিযান চালালো। গুয়াহাটি মহানগরের গোটানগর এলাকায় অবস্থিত সাইন শান্তি গ্রিন নামের অ্যাপার্টমেন্টে চলছে এই তল্লাশি।
এসিএস অফিসার নূপূর বরা’র বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি মামলায় পরিচালিত হচ্ছে এই অভিযান। তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে।
সোমবার সকাল থেকে সিএম ভিজিল্যান্স গোটানগরের নূপূর বরা’র ফ্ল্যাটে অভিযান চালাচ্ছে। এত বেশি টাকা পাওয়া গেছে যে অভিযানকারী দল তা গুনে শেষ করতে পারছে না, এজন্য ব্যাঙ্ক কর্মকর্তাদের সঙ্গে টাকা গোনার মেশিন আনা হয়েছে।
উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে এএসএস অফিসার হিসেবে যোগদান করেছিলেন নূপূর বরা। স্বল্প সময়ের মধ্যেই বিপুল সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
২০১৯ সালে সার্কল অফিসার হিসেবে বরপেটায় যোগ দিয়েছিলেন তিনি। পরে সহকারী কমিশনার হিসেবে কার্বি আংলং জেলায় দায়িত্ব পালন করেন। মাত্র কয়েকদিন আগে নূপূর বরা বদলি হয়ে গৌহাটিতে যোগ দিয়েছিলেন।