কাশ্মীরের সন্ত্রাসী হামলা, বাজারিছড়ায় কুশপুতুল পুড়ালো এবিভিপি

মোহাম্মদ জনি, পাথারকান্দি
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরান এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় পর্যটকদের উপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় চরম ক্ষোভ ও শোক প্রকাশ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। ধর্মীয় পরিচয় যাচাই করে নিরীহ পর্যটকদের উপর গুলি চালানোর এই কাপুরুষোচিত হামলাকে মানবতার উপর এক ভয়ানক কলঙ্ক বলে অভিহিত করেছে সংগঠনটি।

এই ভয়াবহ হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নির্মমভাবে প্রাণ হারান এবং আরও অনেকে গুরুতরভাবে আহত হন। এবিভিপি মনে করে, এই ঘটনা শুধুমাত্র ব্যক্তিগত ক্ষত নয়, বরং ভারতের সামাজিক ঐক্য, সম্প্রীতি এবং সভ্যতার মূলে এক গভীর আঘাত।

কাশ্মীরের সন্ত্রাসী হামলা, বাজারিছড়ায় কুশপুতুল পুড়ালো এবিভিপি

এই প্রেক্ষিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছে—হামলায় জড়িত সকল সন্ত্রাসবাদী এবং তাদের স্থানীয় সহযোগীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোরতম শাস্তি প্রদান করতে হবে।কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় এমন সমস্ত কার্যক্রম ও অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে।দেশের অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সন্ত্রাসবাদ দমন করার জন্য দৃঢ় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এই ঘটনায় নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এবিভিপি শিবেরগুল শাখা বুধবার সন্ধ্যা ছয় টায় সময় বাজারিছড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। এই প্রতিবাদ সভায় কাশ্মীর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি সন্ত্রাসবাদের কুশপুতুল দাহ করা হয়।

কাশ্মীরের সন্ত্রাসী হামলা, বাজারিছড়ায় কুশপুতুল পুড়ালো এবিভিপি

প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখার সম্পাদক সানি দাস, সহ-সম্পাদিকা রেশমী কানু, উপ-সভাপতি প্রদীপ দেবনাথ, কপিল পাল, রিয়া দেব, পম্পি শুক্লবৈদ্য, জয় দাস, জ্যোতিষমান দাস, অনিক দাস, ইচাবিল শাখার উপ-সভাপতি দীপক শুক্লবৈদ্য এবং সম্পাদক বিনয় দেবনাথ প্রমুখ।

এদিকে, এবিভিপি এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে দেশজুড়ে সচেতনতা এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। প্রতিবাদী কর্মসূচিতে সহযোগিতায় ছিলেন বাজারিছড়ার অটোরিক্সা অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং স্থানীয় বিভিন্ন স্থরের জনসাধারণ।

Author

Spread the News