আবু আহমেদ সামসুল হক বড়ভূইয়ার স্মরণসভা, শিক্ষাবিদ ও সমাজসেবীদের সংবর্ধনা সোসাইটির
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : সদ্যপ্রয়াত শিক্ষাবিদ ও সমাজসেবী আবু আহমেদ সামসুল হক বড়ভূইয়ার স্মরণে বড়ভূইয়া ওয়েলফেয়ার সোসাইটি এক স্মরণসভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার শিলচর রামনগরের উত্তরগ্রাম এলাকার আব্দুল সামিন বড়ভূইয়ার বাসগৃহে সভাটি অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি আইনজীবী ইকবাল আহমেদ বড়ভূইয়া।
স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে ইকবাল হোসেন বলেন, ১৯৪৪ সালে জন্মগ্রহণকারী প্রয়াত ড. আবু আহমেদ ছিলেন এক নিরলস শিক্ষক, সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনকারী একজন মানুষ, যাঁর আদর্শ আজও প্রাসঙ্গিক। তিনি এনআইটি শিলচর-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন এবং বহু ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। “তাঁর জীবন ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

অনুষ্ঠানে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক মইন উদ্দিন আহমেদ বড়ভূইয়াকে তাঁর শিক্ষা ও সমাজে অবদানের জন্য সংবর্ধিত করা হয়। এছাড়া সমাজসেবী জলাল উদ্দিন বড়ভূইয়া ও ফয়জুর রহমান বড়ভূইয়াকেও তাঁদের সামাজিক অবদানের জন্য সম্মাননা জানানো হয়।
বক্তারা বলেন, এমন উদ্যোগ কেবল অতীতকে স্মরণ নয়, ভবিষ্যতের পথ চলার জন্যও অনুপ্রেরণা। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক রিঙ্কু আহমেদ বড়ভূইয়া, ঈশাদ আলি বড়ভূইয়া সহ অন্যান্যরা।