সংশোধিত ভোটার তালিকায় নেই প্রায় ৫২ লক্ষ ভোটার

২২ জুলাই : বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম কাটা গেল প্রায় ৫২ লক্ষ ভোটারের। বাদ পড়া এই তালিকায় রয়েছে ‘মৃত এবং স্থানান্তরিত’ ভোটারদের নাম। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে নির্বাচন কমিশন।

চলতি বছরের শেষে বিহার বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। ইতিমধ্যেই বিহারে নির্বাচন কমিশন সেরে ফেলেছে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর)। আর এই কাজ করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। এই ইস্যুতে নির্বাচন কমিশনকে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দলের সমাবেশে অভিযোগ তুলেছিলেন, ৪০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে পড়শি রাজ্যে। পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোটে একই কায়দায় কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করবে বলে অভিযোগ তুলেছেন তিনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১ অগাস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, সকল যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেগুলি একত্রিত করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। বিচার চলাকালীন কী ভাবে নির্বাচন কমিশন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আধার, ভোটার আইডি এবং রেশন কার্ড বিবেচনা করা যাবে না। কমিশনের দাবি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি, এসআইআর-পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলেও জানিয়েছে কমিশন।

Spread the News
error: Content is protected !!