বার্তাজীবীর দক্ষিণ-পশ্চিম মণ্ডল সহসভাপতি অভিজিৎ, জাতীয় পরিষদের সদস্য রাহুল
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : সাংবাদিক সংস্থা অসম বার্তাজীবী সংঘের ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অসম সাহিত্য সভার গুয়াহাটি অফিস ভগবতী প্রসাদ বরুয়া ভবনের ড. মহেন্দ্র নাথ বরা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয় সভাটি। সভা শেষে সংঘের কাজকর্মের সুবিধার্থে রাজ্যে চারটি পৃথক ভাবে মণ্ডল কমিটি গঠন করা হয়েছে। সহসভাপতি হিসাবে অভিজিৎ ভট্টাচার্য এবং সম্পাদক অসীম দেব মনোনীত করে দক্ষিণ-পশ্চিম মণ্ডল গঠন করা হয়। অনুরূপ ভাবে উত্তর-পূর্ব অঞ্চলে ভাস্কর সভাপণ্ডিতকে সহসভাপতি এবং জগৎ বরাকে সম্পাদক হিসাবে, উত্তর-পশ্চিম অঞ্চল, প্রকাশ ডেকা সহসভাপতি এবং সৈয়দ রবিউল হক যথাক্রমে সম্পাদক হিসাবে উত্তর-পশ্চিম, অঞ্জন বরাকে সহ-সভাপতি হিসাবে এবং দক্ষিণ-পূর্ব অঞ্চলের মণ্ডলের সম্পাদক হিসাবে অমরজ্যোতি অরন্ধরা।
এ দিন, সংঘের সভাপতি মধুসূদন মেধীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেক্রেটারি মুকুট রাজ শর্মা সংঘের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সংঘের ভবিষ্যত কাজের পদ্ধতি এবং সাংগঠনিক দিকগুলি তুলে ধরেন।
ইউনিয়নের সহ-সভাপতি অঞ্জন কুমার শর্মা সংঘের ভবিষ্যৎ কর্মসূচী নিয়ে বক্তব্য রাখেন এবং বলেন, সাংবাদিক ও সাংবাদিকদের সার্বিক উন্নয়নে সংঘের অনেক কিছু করার আছে। তিনি বলেন, নতুন কমিটির ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে কাজ করা উচিত এবং রাজ্যের একমাত্র গণতান্ত্রিক সাংবাদিকদের সংগঠন অসম বার্তাজীবী সংঘকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও সাংবাদিকদের প্রত্যাশা অনুযায়ী সংগঠনটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ছাড়া বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বশিষ্ঠ দেব ফুকন, দপ্তর সম্পাদক হেমন্ত বর্মণ, কোষাধ্যক্ষ নবনীতা কলিতা, প্রচার সম্পাদক অখিল কলিতা, কার্যনির্বাহী সদস্য যতীন ভগবতী, ভাস্কর শর্মা, তরণী চরণ কলিতা, ভুবন চেতিয়া, প্রশান্ত মোদক, সোনাধর ডেকা ও প্রদীপ বর্মণ।
সভায় ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অসম বার্তাজীবী সংঘের ৫০তম বার্ষিকী সারা বছর পালিত হবে এবং উদ্বোধনী অনুষ্ঠানটি নগাঁও জেলা সমিতির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে। বৈঠকে অসম সরকারকে এই বছর স্থগিত সাংবাদিকদের পেনশন দেওয়ারও দাবি জানানো হয়েছে। বৈঠকে ভারতীয় বার্তাজীবী সংঘের মহাসচিব পরমানন্দ পাণ্ডের পাঠানো চিঠি নিয়েও আলোচনা হয়।
সভায় সংঘের জাতীয় পরিষদের সদস্য হিসেবে অসমিয়া প্রতিদিনের সহকারী সম্পাদক ফণিধর দাস, অসমিয়া খবরের নির্বাহী সম্পাদক বিশ্বজিৎ দাস, ধুবড়ি সিনিয়র সাংবাদিক আশিকুর রহমান এবং তিনসুকিয়া জেলা সম্পাদক রণজ্যোতি নেওগ, নগাঁও জেলা তারা ভাস্করজ্যোতি মেধীকে ও হাইলাকান্দি জেলার রাহুল চক্রবর্তীকে মনোনীত করা হয়।