ধর্মনগর জেল থেকে পলাতক নিলামবাজারের আব্দুল ফাত্তা আটক
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : উত্তর ত্রিপুরার কালিকাপুরস্থিত জেল থেকে পলাতক ছয় আসামীর মধ্যে একজনকে ধরতে সক্ষম হল ত্রিপুরা পুলিশ। বুধবার সন্ধ্যা পাঁচটা নাগাদ ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম হয়ে অসমে আসার পথে তাকে আটক করে ত্রিপুরা পুলিশ। ধৃতের নাম আব্দুল ফাত্তা। তার বাড়ি নিলামবাজারে। তাকে নিয়ে যেতে তার পরিবারের লোকেরা গাড়ি নিয়ে ধর্মনগর এলে সেই গাড়িতে করেই সে পালিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয়।
উল্লেখ্য, আজ সকালে উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর জেলের কিছু দাগী আসামীরা আচমকা জেলে কর্তব্যরত প্রশাসনিক কর্মীদের উপর এলোপাথাড়ি প্রাণঘাতি হামলা করে মূল ফটকের তালা ভেঙে ছয়জন অপরাধী জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের আক্রমনে কর্তব্যরত জেলকর্মী গেদু মিয়া গুরুতর আহত হয়ে বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলাতক আসামীদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, রহিম আলি, সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত ও রোজান আলি। এ পর্যন্ত পলাতকদের মধ্যে একজনকে ধরতে সক্ষম হয়েছে। বাকিদের ধরতে সবদিকে পুলিশি জাল বিছানোর খবর পাওয়া গেছে।