অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী পালন শিলচরে
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : লেখক তথা ভারতবিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মজয়ন্তী প্রথমবারের মতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে শিলচর হাসপাতাল রোডের বরাক আর্ট ক্যালেকটিভ সংস্থা। ৫ আগস্ট থেকে শুরু হওয়া অনুষ্ঠান সমাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি অনুষ্ঠানের মাধ্যমে। ২২ শে শ্রাবণ তথা বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রয়াণ দিবসে প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ সহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গত ৫ আগস্ট তথা সোমবার শিল্প কর্মশালা, দ্বিতীয় দিন তথা মঙ্গলবার চিত্র প্রদর্শনী ও আর্ট সম্পর্কিত ছায়াছবি প্রদর্শন এবং শেষ দিন তথা বুধবার অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পী ও ইতিহাসবিদ দেবদত্ত গুপ্ত। রাজকুমার মাজিমদার বলেন, ভারতীয় শিল্পকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের বহু অবদান রয়েছে। তিনি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠা করেছিলেন। তাই তাঁকে ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’-এর জনক বলা হয়। এছাড়া চিত্রকলা ও সাহিত্যেও তাঁর যথেষ্ট অবদান রয়েছে। চিত্রশিল্পী উত্তম ঘোষ বলেন, ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পের জনক বলা হয় তাকে। শিশু সাহিত্যেও যার তুলনা পাওয়া যায় না। কেবল চিত্রশিল্পেই নয়, অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলার কুশলতা ও গদ্য লেখার হাতও ছিল অসামান্য।
তিনদিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক আর্ট ক্যালেকটিভ চিত্রশিল্পী সংস্থার সদস্য ডাঃ পিনাকপানি নাথ, চিত্রশিল্পী জয়দীপ ভট্টাচার্য, গৌতম ঘোষ, স্বপন কান্তি কর, টিংকু দেব, বাহারুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা।