লক্ষীপুরে পুলিশের গুলিতে আহত ভিন ধর্মী যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়া যুবক

লক্ষীপুরে পুলিশের গুলিতে আহত ভিন ধর্মী যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়া যুবক

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৩ জুন : লক্ষীপুরে গুলি চালালো পুলিশ। তবে কোন মাদক পাচারকারী বা ডাকাতকে লক্ষ্য করে নয়, ভিন ধর্মী যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়া এক যুবককে। পুলিশের এনকাউন্টারে গুরুতর আহত হয়েছে ওই যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার রাত দু’টা নাগাদ লক্ষীপুরের বাঁশকান্দি এলাকায়।

জানা যায়, লক্ষীপুর থানা এলাকার বিন্নাকান্দি বাগানের দুই সন্তানের জনক মান্নান আহমেদ (৩২) বৃহস্পতিবার স্কটপুর চা বাগানের রিকিয়াসন পদবীর বছর পঁচিশের এক যুবতীকে নিয়ে পালিয়েছিলেন। শুক্রবার বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করেন যুবতীর বাবা। এরপর থেকেই হিন্দত্ববাদী কয়েকটি সংগঠন পুলিশের উপর চাপ সৃষ্টি করে। এরমধ্যে শনিবার রাত অনুমান নয়টা নাগাদ কিছু যুবক সমবেত হয়ে বিন্নাকান্দি বাগানে ঐ যুবকের বসতি এলাকায় ঘরবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শনিবার রাতে সোনাই থানায় গিয়ে আত্মসমর্পণ করে মান্নান সহ যুবতী। সোনাই থেকে তাদের নিয়ে যাওয়া হয় শিলচরে।

লক্ষীপুরে পুলিশের গুলিতে আহত ভিন ধর্মী যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়া যুবক
আহত পুলিশ কর্মী জসিম উদ্দিন লস্কর।

পুলিশের বয়ান মতে রবিবার অভিযুক্ত মান্নান আহমেদকে লক্ষীপুর বিপিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত ২টার দিকে তিনি শিবপুরের মরাগাঙ এলাকায় পৌঁছলে প্রকৃতির ডাকে গাড়ি থামানোর জন্য পুলিশের কাছে অনুরোধ করেন। কিন্তু গাড়িটি থামানোর পর হঠাৎ সে কর্তব্যরত একজন এলএনকে জসিম উদ্দিন লস্করের ওপর প্রচণ্ড ঘুষি মেরে পুলিশ হেফাজত থেকে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উচ্চস্বরে থামতে ইঙ্গিত করলেও সে দৌড়াতে থাকে। অন্য কোন বিকল্প না পেয়ে পুলিশ নিয়ন্ত্রিত দুই রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার পায়ে লাগলে আহত হয়। আহত অবস্থায় তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং পুলিশকর্মী জসিম উদ্দিন লস্করকেও চিকিৎসার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে।

Author

Spread the News