মাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা, ধৃত যুবক

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করল মাকে এক পাষাণ ছেলে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই থানার অন্তর্গত রতনপুরের রাধানগর পাড়া এলাকায়। জানা যায়, রাধানগর পাড়া এলাকার জনৈকা পার্বতী ঝরা বসত ঘরে তার বড় ছেলে বুধবার সকাল সাতটা নাগাদ রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে  খবর দেয় বাইজাল বাড়ি ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলের ছুটে যায় প্রাথমিক তদন্তের পরে জানতে পারে।

পার্বতী ঝরার ছোট ছেলে হরিশচরন ঝড়া রাতে একই ঘরে ঘুমিয়ে ছিল। হরিশচরণ ঝড়া তার নিজের গর্ভধারিনী মাকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার তদন্ত করতে নামে পুলিশ। খবর দিয়ে আনা হয় ফরেনসিক টিমকে। পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তদন্তের স্বার্থে এদিন মুখ খুলতে চায়নি। এদিকে মৃতের বড় ছেলে জানান, বুধবার সকালে তার মা ঘুম থেকে না ওঠার পর তিনি ঘরে ডাক দিতে যায়।

কিন্তু ঘরে গিয়ে দেখতে পায় তার মার রক্তাক্ত দেহ। এবং ঘরের এক কোণে বসে আছে তার ছোট ভাই হরিশচরণ। এবং হরিশচরণের হাতে একটি ধারালো দা। তখন সে নিশ্চিত হতে পারে তার ছোট ভাই তার মাকে খুন করেছে। আরও জানান, মঙ্গলবার তার ভাই এবং তার মার মধ্যে ডাক্তারের কাছে যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। এই ঘটনার জেরেই তার মা খুন হয়েছে বলে মনে করছে। তবে অভিযুক্ত পুত্র পারিবারিক কোনো ঝামেলায় ঘিরে এই ঘটনা সংঘটিত করেছে বলে এলাকাবাসীর প্রাথমিক ধারণা।

Author

Spread the News