ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু যুবকের পাথারকান্দিতে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : অকালে চলে গেলো পাথারকান্দি এক তরতাজা যুবক। ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যু ঘটল মোস্তাক আহমদ (২০) নামে এক যুবকের। পাথারকান্দি থানাধীন চেংজুর এলাকার বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার পাথারকান্দি শহরের উত্তর রেলওয়ে গেট সংলগ্ন এলাকার এক ওয়েল্ডিংয়ের দোকানে।

প্রতিদিনের মত মোস্তাক ওয়েল্ডিংয়ের কাজে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ অসাবধানতায় একসময় বিদ্যুতের সংস্পর্শে চলে যায় মোস্তাক। পরে স্থানীয়দের সহযোগে তাঁকে প্রথমে পাথারকান্দি সিভিল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাবার জন্য রওয়ান হন পরিবারের লোকেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। নিয়তির নির্মম পরিহাসে করিমগঞ্জ যাবার পথেই মোস্তাকের মৃত্যু হয়। পরে আইনি বিধি নিষেধ মতে পুলিশ মরদেহ করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ময়নাতদন্ত সেরে সন্ধ্যায় মরদেহ পরিবারের হাতে সমঝে দেওয়ার খবর পাওয়া যায়। শুক্রবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এই অকাল মৃত্যুর ঘটনায় চেংজুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।

এদিকে, মোস্তাক আহমদ পরিবারের একমাত্র রোজগারী হওয়ায় পথে বসতে হয়েছে অসহায় পরিবারের। প্রয়াতের পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দিতে জেলা আয়ুক্ত, সাংসদ কৃপানাথ মালা সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু যুবকের পাথারকান্দিতে
ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু যুবকের পাথারকান্দিতে

Author

Spread the News