বিহুর রাতে হৃদয়বিদারক ঘটনা, আগুনে পুড়ে মৃত্যু যুবকের

বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : ভোগালি বিহুর রাতে যোরহাটে একটি হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনা প্রত্যেক হৃদয়গ্রাহী ব্যক্তির চোখ কাঁপিয়ে দেবে। কারণ বাড়ির ভিতরে একজন সুস্থ যুবক বিধ্বংসী আগুনে জীবন্ত পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটনার বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতে যোরহাটের তিতাবরে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনটি এতটাই তীব্র  ছিল যে এটি একজন যুবককে জীবন্ত পুড়িয়ে ফেলেছিল। ঘরের ভেতরে তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম শঙ্কু দাস (৩৫)। দমকল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পুরো বাড়িটি আগুনে পুড়ে যায়। জানা যায়, শঙ্কু দাস পেশায় একজন ছোট ব্যবসায়ী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়েছে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “যে কোনও কিছু গ্যাসে রান্না করে গ্যাস বন্ধ করে দিতে ভুলে যান। ফলস্বরূপ, আগুন লেগে যায় এবং সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। “এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিহুর রাতে হৃদয়বিদারক ঘটনা, আগুনে পুড়ে মৃত্যু যুবকের
Spread the News
error: Content is protected !!