প্রেমিকার উদ্দেশ্যে চিরকুট, আত্মহত্যা যুবকের
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : ঘরে চিরকুট রেখে আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনাটি কালাইন চা বাগান রোডের এক বাড়িতে ঘটেছে। প্রেমিকাকে উদ্দেশ্য করে সুইসাইড নোট রেখে। প্রেমকাহিনীর পরিনাম সোসাইট নোট রেখে বিনীতচন্দ্র কর ওরফে রিঙ্কু নামে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে সার্কল অফিসার রোবট টোল ও কালাইন থানার সেকেন্ড ওসি উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সুইসাইড নোট দু’টি পাওয়া যায় বলে জানা গেছে। পুলিশ সুইসাইড নোট দু’টি নিতে চাইলে পরিবারের মহিলা সদস্যরা নিতে দেননি।