সামান্য ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া, ধাক্কায় মৃত্যু মহিলার
বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : মেরাপানির ২ নম্বর গমারি গ্রামে রহস্যজনক ঘটনা ঘটেছে। নববর্ষ উদযাপনের মাঝে একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ায় একজন মহিলাকে অকাল মৃত্যুর মুখোমুখি হতে হয়। অভিযোগ অনুসারে, গ্রামের দুলু দাস নামে এক মহিলার আঙিনায় নববর্ষের প্রাক্কালে কয়েকজন যুবক রাতের খাবার খাচ্ছিল। এই সময় ঝগড়ার সূত্রপাত হয়। ঝগড়ায় লিপ্ত থাকাকালীন এক যুবকের অভিভাবক ঘটনাস্থলে পৌঁছে তাকে বাড়ির মালিক দুলু দাসকে ধাক্কা দিলে তিনি মেঝেতে পড়ে যান এবং মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। ছেলে প্রাঞ্জল দাস বাড়িতে আহত মায়ের পরিচর্যা করলেও রাতে মৃত্যু ঘটে।
মৃত মহিলার ছেলের অভিযোগ, মাধব বরুয়া নামে এক ব্যক্তি তাঁকে হত্যার উদ্দেশ্যে দুলু দাসকে ধাক্কায় দেন। ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুরো ঘটনা মদের জন্য ঘটেছে এ নৃশংস ঘটনা।