জিরিবামে আসাম রাইফেলসের চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : মণিপুরের জিরিবাম জেলার চৌধারিখাল গ্রামে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করল আসাম রাইফেলস। চিকিৎসা শিবিরে একটি পেশাদার চিকিৎসক দল উপস্থিত ছিল, যারা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করেন।
শিবির মোট ৭৮ জন রোগীর চিকিৎসা করা হয়। যার মধ্যে ৪৩ জন পুরুষ, ২৬ জন মহিলা এবং ৯ জন শিশু ছিলেন। নিঙশিংখুল এবং পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে চিকিৎসা শিবিরের সুবিধা গ্রহণ করে। গ্রামবাসীরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
