প্রয়াণ দিবসে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি আসাম বিশ্ববিদ্যালয়ের
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করল আসাম বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্বকবির প্রয়াণ দিবসে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কবিগুরুর আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি প্রদান করেন সহ-উপাচার্য অধ্যাপক শিবাশিস বিশ্বাস, নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ, বিত্ত আধিকারিক ড. শুভদীপ ধর সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীরা।
এদিন প্রেমেন্দ্র মোহন গোস্বামী সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে রবিঠাকুরের জীবন দর্শন ও কাব্যচর্চার ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ, তুলনামূলক সাহিত্যের অধ্যাপক তথা কবি সুমন গুণ, ইংরেজির অধ্যাপক দীপেন্দু দাস, আনটিয়া সভাপতি সাগ্নিক চৌধুরী, সাধারণ সম্পাদক ড. পিনাক কান্তি রায় প্রমুখ।

অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন পারফর্মিং আর্টস বিভাগের সহকারী অধ্যাপক ড. সুজিত কুমার ঘোষ ও জগন্নাথ বর্মন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. জয়শ্রী দে, গবেষক রাজকিঙ্কর চক্রবর্তী, শিক্ষাকর্মী রঞ্জিত দাস প্রমুখ। রবীন্দ্র কবিতা পাঠ করেন সহকারী নিবন্ধক ড. পুলক ধর, গবেষক শঙ্কুভূষণ লস্কর প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশাপাশি রবিঠাকুরের একটি কবিতা আবৃত্তি করেন প্রাক্তন নিবন্ধক ড. সঞ্জীব ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি শতদল আচার্য।