কিংবদন্তি শিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ‘অমর সুরের সন্ধ্যা’ আয়োজন দর্শনের
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : আসছে ২৩শে আগস্ট, শনিবার বিকেল ৫টায় গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গণে বসতে চলেছে সুরের মহোৎসব। সামাজিক-অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন “দর্শন” আয়োজন করছে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার, যার মূল শিরোনাম “অ্যান ইভনিং অব টাইমলেস ক্লাসিকস”।
এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য উপত্যকার প্রয়াত কিংবদন্তি শিল্পীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। তাঁদের অবদানকে স্মরণ করে মরনোত্তর সম্মাননা প্রদান করা হবে পরিবারকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে—এটি শুধু সংবর্ধনা নয়, শিল্পীদের প্রতি সমাজের কৃতজ্ঞতার প্রকাশ।
সংগঠনের সভাপতি নবকুমার মুখার্জি বলেন, “আমাদের এই আয়োজন তরুণ সমাজকে প্রমাণ করবে যে সত্যিকারের শিল্প কখনও মরে না, তা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে।”
সাধারণ সম্পাদক সঞ্জু সিন্হা জানান, “দর্শনের লক্ষ্য কেবল শ্রদ্ধাঞ্জলি নয়, বরং তরুণ প্রজন্মকে শিল্প-সংস্কৃতির শিকড়ের সঙ্গে যুক্ত করা।” সন্ধ্যার মঞ্চে অংশ নেবেন স্থানীয় ও বাইরের একাধিক কণ্ঠশিল্পী। দর্শকদের জন্য প্রবেশ থাকবে একেবারেই উন্মুক্ত।

