সোমবার কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৩৯তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : আগামীকাল সোমবার কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৩৯তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করছে কিশোর কুমার ফ্যানস ক্লাব। দু’টি পর্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম পর্ব সকাল আটটায় সার্কিট হাউস রোডে থাকা কিশোর কুমারের মূর্তির পাদদেশে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ, কিশোর কুমার সম্বন্ধে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান।

দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায় শ্রদ্ধাঞ্জলি “তোমার গানে বাঁধা” শীর্ষক অনুষ্ঠান। বিবেকানন্দ রোডের অস্থায়ী কার্যালয়ে কিশোর কুমার ফ্যানস ক্লাবের শিল্পীরা গানে গানে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। এই অনুষ্ঠান সামাজিক মাধ্যমে সরসারি সম্প্রচার করা হবে। ঘরে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
     
উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে শ্রদ্ধাঞ্জলি তোমার গানে বাধা শীর্ষক অনুষ্ঠানটি করে আসছে কিশোর কুমার ফ্যানস ক্লাব।

Spread the News
error: Content is protected !!