নবজাতকের করুণ মৃত্যু : সাসপেন্ড চিকিৎসক-নার্সসহ মোট ৭ জন

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটনার অবশেষে তিন সদস্যের কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কড়া ব্যবস্থা নিল গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চিকিৎসক-নার্সসহ মোট ৭ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে GMCH।

চিকিৎসক অনুপমা ডেকাকে ও সহযোগী অধ্যাপক ডাঃ দীপাঙ্কর হাজরিকাকে সাসপেন্ড করা হয়েছে। নার্স ইনচার্জ গোমতি দেবী, স্টাফ নার্স চন্দনা নাথ, ICU টেকনিশিয়ান ঈশানজ্যোতি তালুকদারকেও সাসপেন্ড করা হয়েছে।

অন্যদিকে, ঘটনার দিন দায়িত্বে থাকা দুই অভিযুক্ত চিকিৎসককে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ডাঃ হৃষিকেশ ঠাকুরিয়া এবং ডাঃ পূজা শইকিয়াকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। দু’জন চিকিৎসকই কর্তব্যে গাফিলতি করেছিলেন। ঘটনাটির তদন্তকে ভিন্নমুখে পরিচালনা করার চেষ্টা করেছিলেন ডাঃ হৃষিকেশ ঠাকুরিয়া ও ডাঃ পূজা শইকিয়া। এমনকি হাসপাতালের তথ্য পরিবর্তন করারও চেষ্টা করেছিলেন তাঁরা। ডাঃ হৃষিকেশ ঠাকুরিয়া PG দ্বিতীয় বর্ষের ট্রেইনি এবং ডাঃ পূজা শইকিয়া PG প্রথম বর্ষের ট্রেইনি।

উল্লেখ্য, ১৮ আগস্ট গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে  ঘটেছিল এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা। ১৮ আগস্ট সকালে মেডিক্যালের NICU-তে বিছানা থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক কন্যা নবজাতকের। ১৫ আগস্ট জন্ম নিয়েছিল শিশুটি, কিন্তু জন্মের মাত্র ৩ দিন পরই মর্মান্তিক মৃত্যু ঘটে নবজাতকের।

সংক্রমণের পর নবজাতকটি জন্ডিসেও আক্রান্ত হয়েছিল। তাকে ফোটো থেরাপি দেওয়া হচ্ছিল এবং সেই ফোটো থেরাপি মেশিনের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল নবজাতকটি। অভিযোগ অনুযায়ী NICU-তে একই বিছানায় রাখা হয়েছিল ৪ জন নবজাতককে। রশিতে আটকে ঝুলছিল আরেকটি নবজাতকও।

Spread the News
error: Content is protected !!