শহিদ জগন-জিসু স্মরণে তিনদিনের কর্মসূচি বরাকবঙ্গের
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে শহিদ জগন-জিসু স্মরণে তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৯ জুলাই বিকাল সাড়ে চারটায় এর সূচনা হবে। সেদিন শহিদ সুদেষ্ণা সিনহা স্মারক বক্তৃতা করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীপেন্দু দাস। বিষয় : “প্রেক্ষিতে বরাকে ভাষা সংগ্রাম, প্রতিদিনের ১৯: পাঁচিল ভাঙায় অনুবাদ”।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার উপদেষ্টা, অবসরপ্রাপ্ত আইআরএস চন্দ্রকান্ত সিনহা। বিশেষ অতিথি মহাসভার সম্পাদক প্রধান স্বপন কুমার সিনহা। পরদিন ২০ জুলাই সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে ‘উনিশকে মনে রেখে মাতৃভাষা চর্চা’র সমাপ্তি অনুষ্ঠান। এটি মূলত অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্যুইজ প্রতিযোগিতা। ২১ জুলাই সমস্ত আঞ্চলিক সমিতির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তিনদিনের প্রতিটি কর্মসূচিতে মাতৃভাষাপ্রেমী জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ করা জানিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক উত্তমকুমার সাহা।