চোরের উপদ্রবে নাজেহাল বিলোনিয়া শহর, হাতে-নাতে ধরা পড়ল এক চোর

বরাক তরঙ্গ, ১৭ জুন : বিলোনিয়া শহর ও তার আশপাশের এলাকা চোরের উপদ্রবে অতিষ্ঠ। গত এক মাসে একাধিক বড় চুরির ঘটনা ঘটেছে চন্দননগর ও মাইছড়া এলাকায়। এছাড়াও প্রতিদিনই বিভিন্ন গ্রামে ছোট-বড় চুরির ঘটনা ঘটছে, এমনকি দেবস্থানেরাও বাদ যাচ্ছে না চোরের থাবা থেকে।

পুলিশ প্রশাসনের নজরে প্রতিটি ঘটনাই এলেও অধিকাংশ ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখতে পারছে না তারা। দু-একটি ঘটনার সমাধান হলেও বেশিরভাগ ক্ষেত্রেই চোরেরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তাই স্থানীয় মানুষই অনেক সময় নিজেরাই চোর ধরার উদ্যোগ নিচ্ছেন, এবং মাঝে মাঝে সফলও হচ্ছেন।

মঙ্গলবার সকালে বনকর নদীর উত্তর পাড়ে এক মেকানিক্সের দোকানে চুরির ঘটনা ঘটে। চোর দোকানের ব্যাগ থেকে ড্রিল মেশিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি করে অটো করে পালানোর চেষ্টা করে। কিন্তু দোকানের কর্মচারীর সন্দেহ হওয়ায় ধাওয়া করে তাকে ধরে ফেলে। গ্যারেজ টিলা এলাকায় অটো থামিয়ে চোরকে হাতেনাতে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ ও চোরকে থানায় নিয়ে যায়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম অভিজিৎ নন্দি (২৪), বাড়ি পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায়। জানা গেছে, নেশাগ্রস্ত অবস্থায়ই সে এই চুরির ঘটনা ঘটায়। তার মা-বাবা খবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা জানিয়েছেন, অভিজিৎ নিয়মিত কোটা জাতীয় নেশায় আসক্ত এবং সম্ভবত নেশার টাকার জোগাড় করতেই এই চুরির পথ বেছে নিয়েছে সে।

চোরের উপদ্রবে নাজেহাল বিলোনিয়া শহর, হাতে-নাতে ধরা পড়ল এক চোর
Spread the News
error: Content is protected !!