মাত্র কুড়ি টাকার চুরির অপবাদ, চরমপন্থা কিশোরের

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : মাত্র কুড়ি টাকার চুরির অপবাদ। সেই অপমানই শেষ পর্যন্ত কেড়ে নিল এক মেধাবী ছাত্রের প্রাণ। কমলপুর থানার কুচাইনালা পঞ্চায়েত এলাকায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র অঞ্চলে। মৃত ছাত্রের নাম রনি দাস (১৬), সে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

জাগরণ ত্রিপুরা সূত্রে জানা গেছে, সোমবার সকালে আনুমানিক সাড়ে ৯টার সময় রনি কুড়ি টাকা নিয়ে বাড়ির পাশেই ধন সিংহের দোকানে কিছু কিনতে যায়। অভিযোগ, দোকানের মালিক ধন সিংহ তাকে কু-অভিযোগে জড়িয়ে কয়েকজনের সামনে চুরির অপবাদ দেন এবং শারীরিকভাবে হেনস্থা করেন। এই ঘটনায় চরমভাবে অপমানিত বোধ করে রনি। বাড়ি ফিরে এসে সে একটি সুইসাইড নোট লিখে যায়। সেই নোটে তার শেষ বাক্য ছিল— “আমি চুরি করি নি”। এরপর কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। কিছুক্ষণ পর বাড়ির পাশের এক অর্ধনির্মিত ঘরে রনিকে ছটফট করতে দেখে স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা অবস্থা গুরুতর হওয়ায় তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। কিন্তু দীর্ঘ লড়াই শেষে সোমবার গভীর রাতেই রনির মৃত্যু হয়।

রনির বাবা জুয়েল দাস সাংবাদিকদের জানান, তার ছেলে নির্দোষ ছিল। মাত্র কুড়ি টাকার জন্য ওকে চোর বলে অপমান করা হয়েছে। ছেলেটা অপমান সহ্য করতে না পেরে প্রাণ দিল। পরিবারের অভিযোগ, দোকানদারের মিথ্যা অপবাদ ও প্রকাশ্যে মারধরের ফলেই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেয় রনি।

বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবেশীদের বক্তব্য, রনি ছিল ভদ্র, শান্ত স্বভাবের ও পড়াশোনায় ভালো। এমন একটি অভিযোগ তার চরিত্রের সঙ্গে একেবারেই বেমানান। তারা দাবি তুলেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীর শাস্তি নিশ্চিত করা হোক।

Spread the News
error: Content is protected !!