পুজো দেখে রাত করে ফেরা নিয়ে বচসা! মা’কে কুপিয়ে ‘আত্মঘাতী’ মেয়ে

পুজো দেখে রাত করে ফেরা নিয়ে বচসা! মা’কে কুপিয়ে ‘আত্মঘাতী’ মেয়ে

১১ অক্টোবর : পুজো দেখে বাড়ি ফিরতে রাত হলো কেন? প্রশ্ন করাতেই মায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মেয়ে। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই মাকে বটি দিয়ে আঘাত করে মেয়ে। রক্তাক্ত অবস্থায় মা’কে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এরেই মধ্যে বাড়ির বাথরুমে ঢুকে নিজের গায়ে কেরসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় মেয়ে তুহিনা রায় (২১)। তাঁকেও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের ২৪ নম্বর ওয়ার্ডের ওল্ড পুলিশ লাইন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কলকাতায় পড়াশোনা করে তুহিনা। পুজোর ছুটিতে বাড়ি এসেছিল সে। সপ্তমীর রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যায়। রাত ১২ টা নাগাদ বাড়ি ফেরে সে। গভীর রাতে বাড়ি ফেরা নিয়ে শুরু হয় মায়ের সঙ্গে মেয়ের ঝগড়া। ঝগড়ার মাঝে রান্নাঘরে থাকা ধারালো বটি নিয়ে এসে মাকে আঘাত করে তুহিনা। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে লুটিয়ে পরে মা। তাঁকে হাসপাতালে ভর্তি করা নিয়ে যখন ব্যস্ত পরিবারের সদস্যরা৷ ঠিক সেই সময় বাথরুমে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় তুহিনা। স্থানীয় কাউন্সিলার অম্লান মুন্সি বলেন, ‘পুজোর মধ্যে এমন একটা ঘটনা খুবই দুঃখজনক।’ অন্যদিকে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তুহিনার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

পুজো দেখে রাত করে ফেরা নিয়ে বচসা! মা’কে কুপিয়ে ‘আত্মঘাতী’ মেয়ে
পুজো দেখে রাত করে ফেরা নিয়ে বচসা! মা’কে কুপিয়ে ‘আত্মঘাতী’ মেয়ে

Author

Spread the News