কলেজ ফেস্টে জয় শ্রী রাম, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হল পড়ুয়াকে

কলেজ ফেস্টে জয় শ্রী রাম, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হল পড়ুয়াকে

২১ অক্টোবর : ফেস্ট চলছিল কলেজে। স্টেজে উঠে তখন পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছিল ছেলেটে। তখনই অডিটোরিয়াম থেকে কয়েকজনকে ছেলেটিকে জয় শ্রী রাম (Jai Shri Ram) বলে অভিবাদন জানাতে দেখা যায়। পাল্টা মাইক হাতে উপস্থিত সকলের উদ্দেশ্যে ‘জয় শ্রী রাম’ বলে শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায় ছেলেটিকে।

তারপরই বেশ কিছুক্ষণের জন্য গোটা হলটিই জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। দেখা মাত্রই ছুটে এলেন এক অধ্যাপক। সঙ্গে আরও একজন অধ্যাপক তাঁর সহকর্মীর পাশে দাঁড়াতে এগিয়ে এলেন। অভিযোগ, এরপরই মঞ্চে থাকা ছেলেটিকে জয় শ্রী রাম বলার জন্য স্টেজ ছেড়ে চলে যেতে বলা হয়।

গাজ়িয়াবাদের ABES ইঞ্জিনিয়রিং কলেজের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। উঠেছে বিতর্কের ঝড়। সূত্রের খবর, শুক্রবার তোলা হয়েছে এই ভিডিও। তারপর থেকেই তা নিয়ে সরগরম দেশের রাজনৈতিক মহল। কলেজের অধ্যাপকদের দাবি, এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনওভাবেই জয় শ্রী রাম স্লোগান বলা যায় না। সে কারণেই ওই ছাত্রকে স্টেজ ছাড়তে বলা হয়েছিল। ভাইরাল ভিডিয়োতে এক অধ্যাপককে বলতে শোনা যায়, আমারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠব বলে সকলে একত্রিত হয়েছি। কিন্তু কেন সেখানে জয় শ্রী রামের মতো স্লোগান দেওয়া হবে? এর পিছনে কী যুক্তি আছে?

Author

Spread the News