শিলচরে চলছে বিশেষ দাবা প্রতিযোগিতা
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : শিলচরের ”এনপাসেন্ট” নামে চেস অ্যাকাডেমির ব্যবস্থাপনায় শিলচরে শুরু হল এক বিশেষ দাবা প্রতিযোগিতা। শনিবার থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে রবিবার পর্যন্ত। পুরস্কার বিতরণ হবে রবিবার বিকেলে। শিলচরে আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া শেফালী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্টকে উদ্দেশ্য করে এই বিশেষ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত করেছেন এনপাসেন্টের কর্ণধার প্রশিক্ষক মনোজ দাস।
উল্লেখ্য, প্রতিমাসেই শিলচরে দাবা খেলোয়ারদের উন্নতির জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত করে থাকেন।