জেলা আয়ুক্ত ও পুরসভা কার্যালয়ে বসল ‘শ্রীভূমি’ নামের সাইনবোর্ড

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : করিমগঞ্জের নাম পরিবর্তনের পর বদলানো হল জেলা আয়ুক্ত কার্যালয়ে সাইনবোর্ড। বসল ‘শ্রীভূমি’ নামের সাইনবোর্ড। একই ভাবে পুরসভার কার্যালয়ের সাইন বোর্ডও বদল করা হয়।

শুক্রবার বিকেলে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বীবেদির হাত দিয়ে আনুষ্ঠানিক ভাবে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কর্যালয়ল নাম বদল করে শ্রীভূমি জেলা নামাঙ্কিত নয়া সাইনবোর্ড টাঙানো হয়।

জেলা আয়ুক্ত ও পুরসভা কার্যালয়ে বসল ‘শ্রীভূমি’ নামের সাইনবোর্ড

এতে উপস্থিত ছিলেন উত্তর শ্রীভুমি বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী, এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস সহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। সাইনবোর্ড উন্মোচন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা আয়ুক্ত জানান রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে জেলার নয়া নাম শ্রীভূমি করা হয়েছে এবং সেই অনুসারে জেলা আয়ুক্ত কার্যালয়ের নতুন নামাঙ্কিত সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। পরবর্তীতে কিছুদিনের মধ্যে প্রতিটি বিভাগীয় কার্যালয়সহ সর্বস্থানেই শ্রীভূমি নামকরণ করা হবে। এতে তিনি সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।

এছাড়া উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ শ্রীভুমি জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য নিজ নিজ মন্তব্য তোলে ধরেন। এ দিন করিমগঞ্জ পুরসভা কার্যালয়ের সাইনবোর্ড বদল করে জেলার নয়া নামের সাইনবোর্ড বসানো হয়।

জেলা আয়ুক্ত ও পুরসভা কার্যালয়ে বসল ‘শ্রীভূমি’ নামের সাইনবোর্ড

Author

Spread the News