রোদে শুইয়ে রাখা সদ্যোজাতের হিটস্ট্রোকে মৃত্যু, পলাতক চিকিৎসক

১৯ মে : কাঠফাটা রোদে শুইয়ে রাখা হল সদ্যোজাতকে। উত্তরপ্রদেশে হিট স্ট্রোকে মৃত্যু সদ্যোজাতর। মর্মান্তিক এ ঘটনায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেইনপুরির শ্রী সাই হাসপাতালে। ৫ দিন আগে কন্যাসন্তানের জন্ম দেন রিতা দেবী। হাসপাতালে ভর্তি থাকাকালীন সদ্যোজাতর শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক সদ্যোজাতকে রোদে রাখার পরামর্শ দিয়েছিলেন। সেই মতো হাসপাতালের ছাদে আধ ঘণ্টা সদ্যোজাতকে শুইয়ে রেখেছিলেন মা। ছাদ থেকে নামানোর কিছুক্ষণ পরেই সদ্যোজাতর মৃত্যু হয়।

ঘটনার পরেই হাসপাতাল থেকে পালিয়ে যান সেই চিকিৎসক। তড়িঘড়ি করে মৃত সদ্যোজাতর মাকেও ডিসচার্জ করে দেয় হাসপাতাল। পরিবারের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিট স্ট্রোকে সদ্যোজাতর মৃত্যু হয়েছে। জন্মের পর জন্ডিসের মতো রোগ থেকে মুক্তি পেতে রোদে কিছুক্ষণের জন্য সদ্যোজাতদের রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি। চড়া রোদে একটানা রাখলে স্বাস্থ্যের উপর প্রভাব পড়বেই। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে পুলিশ।

Author

Spread the News