৯ জুলাই সাধারণ ধর্মঘটকে সফল করতে শিলচরে বিভিন্ন শ্রমিক সংগঠনের মিছিল-সমাবেশ
বরাক তরঙ্গ, ৭ জুলাই : শ্রম সংহিতা বাতিল করা ও রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ বন্ধ করার দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, সংযুক্ত কিষান মোর্চা এবং কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে আগামী ৯ জুলাই ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করে তুলতে সোমবার শিলচরে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শ্রমিক ও মেহনতি মানুষের দল শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে জোরদার ভাবে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা ধার্য করা, ইএসাই সিলিং ৫হাজার টাকা বৃদ্ধি করা, পিএফ ও পেনশনের মাসিক হার ৯হাজার টাকা বৃদ্ধি করা সহ অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে আগামী ৯ জুলাই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।