ফ্ল্যাট বরাদ্দ না হওয়ায় আগরতলার টুডা অফিসে বিক্ষোভ
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন লাইট হাউজ প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দ না হওয়ায় মঙ্গলবার বিভাগীয় টুডা অফিস চত্বরে বিক্ষোভ দেখালেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা গ্রাহকরা। বিক্ষোভকারীরা জানান, ২০২২ সালের মধ্যে তাদের ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু আজও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। একাধিক কিস্তিতে টাকা জমা দেওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ দ্রুত ফেরতের দাবি জানান। অন্যথায়, অবিলম্বে ফ্ল্যাট বরাদ্দ নিশ্চিত করতে হবে বলে জোরালো দাবি তোলেন।
এ বিষয়ে ভুক্তভোগীরা রাজ্যের জয়েন্ট সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যা তুলে ধরেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ফ্ল্যাট বরাদ্দের জন্য বিনম্র আবেদন জানান।