আশ্রম রোডে দু’পক্ষের মারপিটে অন্তঃসত্ত্বা বধূসহ আহত একাধিক

আশ্রম রোডে দু'পক্ষের মারপিটে অন্তঃসত্ত্বা বধূসহ আহত একাধিক

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : শিলচর আশ্রম রোডে দু’পক্ষের মারপিটে গুরুতর ভাবে আহত বেশ কয়েকজন লোক। বুধবার রাতে শিলচর আশ্রম রোডে শিশু মন্দির গলিতে দু’পক্ষের মারপিটের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথ দলবল নিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এর আগে দু’পক্ষের মারপিটে গুরুতর ভাবে আহত বেশ কয়েকজন লোক। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আহত ভজেন্দ্র দাস, দীপালি দাস, রাজেশ দাস সহ তাদের পরিবারের লোকরা জানান, ওই এলাকার টিটু দাস, ভজন দাস, দেবু দাস, ধনু দাস নামের যুবক দল ধারালো অস্ত্র সহ হাতে বন্দুক নিয়ে তাদের ঘরে প্রবেশ করে বেধড়ক মারপিট করে স্বর্ণ অলংকার সহ নগদ ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়।
দুষ্কৃতীদের মারে গুরুতর ভাবে আহত হন পরিবারের একজন অন্তঃসত্ত্বা  বধূসহ বেশ কয়েকজন লোক।

তারা বলেন, তাদের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহযোগিতায় তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজের চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। আহতদের পরিবারের লোকেরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্বর  দুষ্কৃতিদের আটক করে কঠোর শাস্তি প্রদান করার জন্য। তবে বিপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।

Author

Spread the News