শিবেরগুলে ব্যক্তিত্ব বিকাশ শিবির অনুষ্ঠিত
বরাক তরঙ্গ, ১৬ মে : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিবেরগুল শাখার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার পাথারকান্দির শিবেরগুল মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে এক দিবসীয় ব্যক্তিত্ব বিকাশ শিবির অনুষ্ঠিত হয়।এতে ওই স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা অংশ নেয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে উপস্থিত মুখ্য বক্তা সমুজ্জ্বল দাস ছাত্রছাত্রীদের পুথিগত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা লাভের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের উপর বক্তব্য রাখেন।
এতে অপর বক্তা যথাক্রমে এরালিগুল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক দেবজ্যোতি বরা, সহকারি অধ্যাপক সুরজিত রায়, দীপজ্যোতি রায় সহ অধ্যাপক জ্যোতির্ময় গোঁহাই প্রমুখ নিজ বক্তব্যে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সঙ্গে যোগাযোগ দক্ষতা, ব্যবস্থাপনা দক্ষতা, নেতৃত্বের গুণাগুণ সহ ব্যক্তিত্ব বিকাশের দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাবীর পাব্লিক এইচএস স্কুলের অধ্যক্ষ রাজীব পাল, বিষয় শিক্ষক কার্তিক সিনহা, জন্মজিত দাস, বিকি বণিক।গোটা অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যার্থী পরিষদের শিবেরগুল শাখার কার্যকর্তা যথাক্রমে সুরজকুমার কানু, প্রদীপ দেবনাথ, রেশমী কানু, প্রীতি রী প্রমুখ। সবশেষে বন্দে মাতরম সংগীত পরিবেশনের মাধ্যমে উক্ত শিবিরের সমাপ্তি হয়।