পাহাড় লাইনে বেশ কয়েকটি ট্রেন বাতিল, সকাল দিকে সচলের সম্ভাবনা
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : পাহাড় লাইনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হল। মুপার কাছে দুই নম্বর বগদায় মালগাড়ি লাইনচ্যুৎ হওয়ায় ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের করা বাতিল ট্রেন গুলি হচ্ছে ০৫৬২৭ গুয়াহাটি-আগরতলা, স্প্যাশাল ১৫৬১৭ গুয়াহাটি-দুল্লভছড়া এক্সপ্রেস, ১৫৬১১ রঙ্গিয়া-শিলচর এক্সপ্রেস, ১৫৬১২ শিলচর-রঙ্গিয়া এক্সপ্রেস, ১৫৬১৫ গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস, ১৫৬১৬ শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস, ১৪৬১৯ আগরতলা-ফিরজপুর ক্যান্ট, ০৭০২৯ আগরতলা-সিকেন্দ্রাবাদ সুপারফাষ্ট এক্সপ্রেস, ১৩১৭৬ শিলচর-শিয়ালদাহ, ১৩১৭৫ শিয়ালদাহ-শিলচর, ১৫৮৮৭ গুয়াহাটি-বদরপুর ট্যুরিষ্ট স্প্যাশাল। তাছাড়া আংশিক যাত্রা বাতিল করা ট্রেন গুলি হচ্ছে ১২৫০৩ বেঙ্গালরু-আগরতলা হামসফর এক্সপ্রেস, গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত যাত্রা বাতিল করা হয়েছে। ১৩১৭৩ আগরতলা সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির লামডিং থেকে আগরতলার মধ্যে আংশিক যাত্রা বাতিল। ২০৫০২ আনন্দবিহার-আগরতলা তেজস এক্সপ্রেস ট্রেনটি যাত্রা আংশিক ভাবে বাতিল করা হয়েছে গুয়াহাটি আগরতলার মধ্যে। ১২৫০৭ তিরুবন্তপুরম-শিলচর ট্রেনটির আংশিক যাত্রা গুয়াহাটি থেকে শিলচরের মধ্যে বাতিল থাকবে। ০১৬৬৫ রানি কমলাবতি আগরতলা এক্সপ্রেস ট্রেনটি আংশিক যাত্রা বাতিল থাকবে গুয়াহাটি আগরতলার মধ্যে ১৪০৩৮ নয়াদিল্লি-শিলচর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেনটির যাত্রা আংশিক বাতিল করা হয়েছে গুয়াহাটি শিলচরের মধ্যে। ১৩১৭৪ সাব্রুম আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির আংশিক যাত্রা বাতিল করা হয়েছে সাব্রুম থেকে লামডিং পর্যন্ত।
উল্লেখ্য, বৃহস্পতিবার মালগাড়িটি লাইনচ্যুত হয়। শুক্রবার দুর্ঘটনা স্থলে রেলের শীর্ষ আধিকারিকরা উপস্থিত হয়ে রেল পথ সারাইয়ের কাজ তদারকি করলে বগদার ভেতরে মাল বোঝাই ট্রেন দুর্ঘটনার কবলে পড়ায় রেলপথ সারাইয়ের কাজে বেগ পেতে হচ্ছে রেল কর্মীদের। তবে উত্তর পূর্ব সীমান্ত সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাত বা শনিবার সকালের মধ্যে পাহাড় লাইনে রেল চলাচল সচল হওয়ার সম্ভাবনা রয়েছে।