এক মাস পর আরব সাগরের উদ্ধার পাইলটের দেহ

এক মাস পর আরব সাগরের উদ্ধার পাইলটের দেহ

১১ অক্টোবর : একমাস ধরে চলছিল খোঁজ অভিযান। এরপর এল খারাপ খবর। আর এবার আরও একজন পাইলট দেহ উদ্ধার হল। ২ সেপ্টেম্বর দুর্ঘটনার কবলে পড়েছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার।

ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্যু হয় উপকূলরক্ষী বাহিনীর দুজন পাইলট-সহ মোট ৩ জনের। সেই ঘটনার প্রায় একমাস পর অবশেষে এক পাইলটের দেহ উদ্ধার করা হল আরব সাগর থেকে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি এই তথ্য প্রকাশ্যে এনেছে দেশের উপকূলরক্ষী বাহিনী।

গুজরাট বন্দর থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়েছিল জাহাজ। সেখানে আহত এক ব্যক্তিকে উদ্ধার করতে রওনা দেয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকটার । উদ্ধারকাজ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে কপ্টারটি।

সেখানে থাকা ৪ ক্রু মেম্বারের মধ্যে গৌতম কুমার নামে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন কপ্টারে থাকা বাকি তিন জন। ঘটনার পরদিন উদ্ধার করা হয় এক পাইলট ও এক ক্রু মেম্বারকে। যদিও দীর্ঘ তল্লাশিতেও খোঁজ মেলেনি হেলিকপ্টারের দ্বিতীয় পাইলটের। এক মাস ধরে তল্লাশি চালানোর পর অবশেষে উদ্ধার হল দুর্ঘটনায় নিখোঁজ শেষ সদস্য রাকেশ কুমার রানার দেহ।
খবর : আজকাল ডট ইন।

এক মাস পর আরব সাগরের উদ্ধার পাইলটের দেহ
এক মাস পর আরব সাগরের উদ্ধার পাইলটের দেহ

Author

Spread the News