বুরুঙ্গার নির্মীয়মান স্টার সিমেন্ট কারখানায় সংঘটিত দুর্ঘটনায় আহত শ্রমিকদের সুবিচারের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকলিপি

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : কাটিগড়া কেন্দ্রের অন্তর্গত বুরুঙ্গায় নির্মীয়মান স্টার সিমেন্ট কারখানায় সংঘটিত দুর্ঘটনায় দু’জন শ্রমিক গুরুতরভাবে আহত হন। এদের মধ্যে একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও অন্য একজন শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিষয়টি নিয়ে সেদিন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ও কাটিগড়া সার্কল অফিসারের সঙ্গে বরাক গ্রিন এজ অ্যাসোসিয়েশন দীর্ঘক্ষণ আলোচনা হয়। এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার অ্যাসোসিয়েশনের তরফে কাছাড়ের জেলা আয়ুক্তকে একটি স্মারকলিপি প্রদান করে আহত শ্রমিকদের সুবিচার পাইয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।

Spread the News
error: Content is protected !!