দোহালিয়া বন কর্মীদের হাতে চেরা সেগুন কাঠ বোঝাই লরি আটক
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৪ জুলাই : কাঠ মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেলেন দোহালিয়া বন বিভাগের কর্মীরা। গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে দোহালিয়া ফরেস্ট রেঞ্জকর্তা প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারই বনকর্মী নব গগৈ ও দিলোয়ার হোসেন সহ প্রটেকশন টিম এবং স্থানীয় পুলিশের একটি দল বাজারিছড়ার চন্দ্রপুর এলাকায় হানা দিয়ে একটি মিনি ট্রাক বোঝাই চেরা সেগুন কাঠ উদ্ধার করে।
বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে এএস ১০ এসি ৬১৩৭ নম্বরের লরি চালক ও সহচালক গা ঢাকা দিতে সক্ষম হয়।পরে কাঠ বোঝাই লরিটি নিয়ে যাওয়া হয় দোহালিয়া ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ে। বাজেয়াপ্ত চোরাই কাঠের পরিমান প্রায় পঞ্চাশ সিএফটি।কালোবাজারী মূল্য অনুমানিক লক্ষাধিক টাকার মত হবে। এ কাণ্ডে গাড়ির সূত্র ধরে বন বিভাগ তদন্তে গতি আনবে বলে জানিয়েছেন রেঞ্জকর্তা কলিতাবাবু।