জীবিত সদ্যোজাতকে মৃত ঘোষণা দিল্লিতে, পুলিশের সহায়তায় চলছে চিকিত্‍সা

২০ ফেব্রুয়ারি : জীবিত সদ্যোজাত কন্যাকে মৃত ঘোষণা দিল্লির এলএনজেপি হাসপাতালের চিোকিত্‍সকদের, পরে তার চিকিত্‍সায় অনীহা।

দিল্লির নামী হাসপাতাল সদ্যোজাত এক কন্যা সন্তানকে প্রথমে মৃত বলে ঘোষণা করে, পরে বাড়ির লোক যখন দেখতে পায় যে নবজাতক বেঁচে আছে তখন সেই ডাক্তার তাঁর চিকিত্‍সা করতে অস্বীকার করে।

রাজধানী দিল্লির একটি বড় হাসপাতাল লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতাল (LNJP Hospital)-এর একটি লজ্জাজনক ভিডিও সামনে এসেছে, যা থেকে জানা গেছে রবিবার দুপুর ২টায় জন্ম নেওয়া একটি কন্যা শিশুকে হাসপাতাল প্রথমে মৃত ঘোষণা করেছিল। কিন্তু স্বজনরা বাড়িতে গিয়ে দেখে মেয়েটি বেঁচে আছে, পরে মেয়েটির স্বজনরা তাকে আবার হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাকে দেখতে অস্বীকার করে।

এরপর পুলিশের সঙ্গে যোগাযোগ করলে সেন্ট্রাল ডিসিপি বিষয়টি জানতে পেরে কোনো সময় নষ্ট না করে হাসপাতালের শীর্ষ চিকিত্‍সকদের সঙ্গে যোগাযোগ করেন। এবং নিজ উদ্যোগে মেয়ে শিশুটির জীবন বাঁচাতে চেষ্টা করেন। জানা গেছে পুলিশের সহায়তায় সেই নবজাতকের চিকিত্‍সা চলছে।

Author

Spread the News