১৪ অক্টোবর ৪১তম প্রতিষ্ঠা দিবসে বিশাল সমাবেশের আয়োজন অগপ-র
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : অসমের সাংগঠনিক ও রাজনৈতিক ইতিহাসে জাতির রাজনৈতিক-সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষার রক্ষার্থে ছয় বছরের আন্দোলনে ৮৫৬ জন শহিদের বিনিময়ে রাজনৈতিক দলের গঠন হয়েছিল অসম গণ পরিষদ। এক এক করে রাজ্যের স্বার্থে ৪০ বছর পার করে দল। আগামী ১৩ অক্টোবর দু’দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে অগপর ৪১তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। এ নিয়ে জোরদার প্রস্তুতি চলছে।
আগামী ১৩ অক্টোবর গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারির মাঠে আটটি রাজনৈতিক দলের ভারতের আঞ্চলিক দলের মুখ্যমন্ত্রী সহ নেতা-মন্ত্রী সহ প্রায় এক লক্ষেরও অধিক অগপ দলের সন পর্যায়ের নেতা-মন্ত্রীরা ও দলের কর্মীদের উপস্থিতিতে আঞ্চলিকবাদী রাজনীতি নিয়ে বিরাট এক আলোচনা সভার আয়োজন করা হবে এবং ১৪ অক্টোবর দলীয় নিয়ম -নীতি মেনে নানান কার্যক্রমের মধ্য দিয়ে ৪১তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে বলে জানান অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলের তত্বাবধায়ক কে এইচ বিমলেন্দু সিংহ, কাছাড় জেলার সম্পাদক মণিতন সিংহ সহ ভ্রাতৃ সংঘটন সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হোসেন লস্কর। বুধবার দলের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা সাংবাদিক বৈঠক করে ৪১তম প্রতিষ্ঠা দিবসের দুইদিনব্যাপী কার্যসূচি তুলে ধরেন। তাঁরা বলেন, এই কর্মসূচিতে ১ হাজারেও বেশি দলীয় নেতা ও কর্মী বরাক উপত্যকা থেকে অংশ নেবেন।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হোসেন লস্কর, দীপ ভট্টাচার্য, নূর আহমেদ বড়ভূইয়া, নাজমুল হক লস্কর, নজরুল হক লস্কর প্রমুখ।