কৈলাসহরে ই-রিকশা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার, আটক যুবক

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : ত্রিপুরার কৈলাসহর থানার পুলিশের হাতে বিপুল পরিমাণ মদসহ আটক হল এক যুবক। পুলিশের চৌকস অভিযানে ধরা পড়েছে অবৈধ মদ পাচারের চাঞ্চল্যকর ঘটনা!কৈলাসহর থানার ওসি সুকান্ত সেনচৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযানের পরিকল্পনা করা হয়। এরপর এসআই কিংকর পাল এবং কনস্টেবল সুমন মুকসুদ্দির নেতৃত্বে একদল পুলিশ সোমবার সকালে অভিযানে নামে।অভিযান চলাকালীন পুলিশের নজরে আসে এক যুবক ই-রিকশায় করে সন্দেহজনক কিছু বহন করছে। তাৎক্ষণিকভাবে তল্লাশি চালিয়ে বাবলু শব্দকর নামের ওই যুবককে আটক করা হয়। তার বাড়ি শ্রীরামপুর এলাকায়। পুলিশের অভিযানে ১০৫ বোতল মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ থেকে ৪০ হাজার টাকা!
পুলিশ জানিয়েছে, বাবলু শব্দকরের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। মদের এই অবৈধ কারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
