“ঊনিশের একাদশ শহিদ স্মরণে” শিলচরে বহুভাষিক ঐক্যের মহামিছিল

বরাক তরঙ্গ, ১৬ মে : ঊনিশের চেতনাকে জাগ্রত করতে বৃহস্পতিবার উপত্যকার তিন জেলায় বহুভাষিক ঐক্যের মহামিছিলের ডাক দিল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সমন্বয় মঞ্চ বরাকের আওয়াজ। রক্ত রাঙানো ঊনিশের ইতিহাস ও আত্মবলিদানের ফলশ্রুতিতে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষার অধিকার বাঁচিয়ে রাখতে এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহা মিছিলে অংশগ্রহণ করে পথে পায়ে পা মেলান। আগামী ১৯ শে মে বরাকজুড়ে আয়োজিত হতে যাওয়া ভাষা শহিদ দিবসকে সামনে রেখে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশ থেকে বহু ভাষিক ঐক্যের মহামিছিলটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে গান্ধীবাগ এসে সমাপ্তি হয়।

ঊনিশের চেতনাকে জাগ্রত করতে এই পথচলা আক্ষরিক অর্থে এদিন এক মহা মিছিলের রূপ নিতে দেখা গেছে। মাতৃভাষা বাংলা সহ প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ তাঁদের পরম্পরাগত পোশাক পরিধান করে মিছিলে অংশগ্রহণ করে একাদশ শহিদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মিছিলে শহরের বিভিন্ন স্কুল ও কলেজ সহ শতাধিক সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।১৯৬১র ভাষা আন্দোলনকে দিক-দিগন্তে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নবপ্রজন্মের মধ্যে একাদশ শহিদের চেতনাকে জাগ্রত করতেই এই আয়োজকদের এই প্রয়াস।

"ঊনিশের একাদশ শহিদ স্মরণে" শিলচরে বহুভাষিক ঐক্যের মহামিছিল

একাদশ শহিদের আত্মবলিদান ও ৬১র রক্ত রঞ্জিত দিনটিকে স্মরণীয় করে তুলতে এই মহা মিছিল সরকারের কাছে এক বিশেষ বার্তা পৌঁছানোর পাশাপাশি উপত্যকার প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে বলে ধারণা মানুষের। এই মিছিল উপত্যকার প্রত্যেক ভাষিক জনগোষ্ঠীর মনে ঊনিশের চেতনাকে জাগ্রত করার পাশাপাশি সকলকে ঐক্যসুত্রে বাঁধবে বলে এদিন আশা প্রকাশ করেছেন আয়োজকরা। বহুভাষিক ঐক্যের মহামিছিল সর্বাঙ্গিন ভাবে সফল ও সার্থক হওয়ায় বরাকের প্রত্যেকটি মানুষকে এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজক সংস্থা বরাকের আওয়াজ।

Author

Spread the News