মুষলধারে বৃষ্টি! আচমকা ভেঙে পড়ল চারতলা ভবন, মৃত্যু তিনজনের

২৪ জুলাই : গুজরাটে মুষলধারে বৃষ্টির জেরে আচমকা ভেঙে পড়ল চারতলা ভবন। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন তিনজন। আহত হয়েছেন আরও পাঁচজন। মৃতেরা এক পরিবারের তিন সদস্য। দুই নাতনিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধা। বাড়ি ধসে পড়ায় পাথরে চাপা পড়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দেবভূমি দ্বারকার জাম খামবালিয়া শহরে। সৌরাষ্ট্র অঞ্চলে গতকাল একটানা ভারি বৃষ্টি হচ্ছিল। তার মাঝেই চারতলা ভবনটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপে চাপা পড়েন আবাসনের একাধিক বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও দমকল। বুধবার ভোর পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে চলে উদ্ধারকাজ।

মুষলধারে বৃষ্টি! আচমকা ভেঙে পড়ল চারতলা ভবন, মৃত্যু তিনজনের

আজ সকালে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদেহগুলো উদ্ধার করে সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Author

Spread the News