বন্য হাতির আক্রমণে সোনাই রূপাই অভয়ারণ্যে মৃত্যু বনকর্মীর, চন্দ্রপুরে আরেক ব্যক্তির

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : রাজ্যে বন্য হাতির ত্রাস অব্যাহত। এবার বন্য হাতির আক্রমণে মৃত্যু হল এক বনকর্মীর। শোণিতপুরে বন্য হাতির আক্রমণে ৫৯ বছর বয়সী ফরেস্ট গ্রেড-২ কর্মচারীর মৃত্যু হয়েছে।

সোনাই রূপাই অভয়ারণ্যের কালামাটি রেঞ্জের ভিতরে পায়ে টহল দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে ৫৯ বছর বয়সী বন কর্মচারী নিহত হন। ঘটনাটি সংঘটিত হওয়ার পর মিসামারী পুলিশের সহযোগিতায় বন বিভাগ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়। নিহত বনকর্মী কার্বি আংলং জেলার বকলিয়ার বাসিন্দা বলে জানা গেছে। তবে নাম জানা যায়নি।

এ দিকে, গুয়াহাটি মহানগরের চন্দ্রপুরে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়। মৃতের নাম দিলীপ নাথ। এটি চন্দ্রপুরের ঠাকুরকুচির খামব্রেঙ্গা বিলের পারে ঘটেছে।

খামব্রেঙ্গা বিলে একটি রিসোর্টের মালিক দিলীপ নাথ, শনিবার রাতে পরিবারের সঙ্গে রিসোর্টে গিয়েছিলেন। আর তখনই এই ঘটনা ঘটে। দিলীপ নাথ নারেঙ্গীর বীরকুচির বাসিন্দা। ছবি প্রতীকী।

Author

Spread the News