ফেরা রথে ভক্তদের জনস্রোত দুল্লভছড়ায়

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : প্রতি বছ‌রের ন‌্যায় এবারও শ‌নিবার করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত দুল্লভছড়া হায়ার সেকেন্ডরি স্কুল রোডে স্থাপিত জগন্নাথ মন্দির চত্ত‌রে অনু‌ষ্ঠিত রথযাত্রা উৎসব‌টি মিলন মেলায় প‌রিণত হয়। এ‌দিন এলাকার বি‌ভিন্ন গ্ৰাম থেকে কয়েকটি সুসজ্জিত রথ এ‌সে মি‌লিত হয় ম‌ন্দির প্রাঙ্গ‌নে। এ‌তে  আবাল-বৃদ্ধ-ব‌ণিতা‌ ধর্মমূলক সঙ্গীত বাধ‌্যযন্ত্র ও ধামাইলের তা‌লে তা‌লে র‌থের দ‌ড়ি টে‌নে টে‌নে বি‌ভিন্ন সড়ক পরিক্রমা করেন। এ‌দিন সকাল থেকেই আশ্রম চত্ত‌রের দু’পা‌শে ব‌সে বিরাট মেলা। রথযাত্রার মিলোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিজয় মালাকার, ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, জিডিপিসিএফ সভাপতি অংশুমান পাল, প্রাক্তন অধ্যক্ষ ব্রজগোপাল সিংহ‌ বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার একনিষ্ঠ কর্মী সুরজিৎ সিংহ, রাতাবাড়ি থানার ওসি উত্তম অধিকারী প্রমুখ।

ফেরা রথে ভক্তদের জনস্রোত দুল্লভছড়ায়

প্রাক্তন অধ্যক্ষ ব্রজগোপাল সিংহ‌ এর পৌ‌রো‌হি‌ত্যে অনু‌ষ্ঠিত এক সং‌ক্ষিপ্ত সভায় এলাকার বি‌ভিন্ন উৎস‌বে ভক্ত সমাবেশের দরুন সৃষ্ট যানযটে দুরপাল্লার যাত্রীদের দুর্দশার কথা উ‌ঠে আ‌সে। এর প‌রিত্রা‌ণের জন‌্য প্রশাস‌নের হস্ত‌ক্ষেপ কামনা করা হয়। এ‌দি‌নের ভক্তদের সমাবেশ সামাল দিতে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও দুল্লভছড়া এপিডিসিএল এর বিভাগীয় কর্মীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তা‌দের‌ আয়োজক কমিটির পক্ষ থেকে সভাপতি মনোরঞ্জন সিনহা, জগদানন্দ সিনহা, অমিত সিনহা ও মৃণাল সিনহা কৃতজ্ঞতা প্রকাশ ও বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের সাধুবাদ জানান। এদিকে বিধায়ক বিজয় মালাকার, মনোরঞ্জন সিনহা ও জিবু সিনহার তৎপরতায় ভক্তদের ম‌ধ্যে পানীয়জল বণ্টন করা হয়।

Author

Spread the News