আলফা স্বাধীনের নামে অর্থ দাবি, আটক চার

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : আলফা স্বাধীনের নামে অর্থ দাবি করতে গিয়ে চারজনকে আটক করল অসম পুলিশ। ঘটনাটি নাজিরার বিহুবরে। সালফা সহ কয়েকজন যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত করছে। এ পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে।

বিহুবর ও ছান্টকের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের পর ধৃতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকদের নাম প্রশান্ত চেতিয়া (সালফা), কাঞ্চন বরুয়া, পঙ্কজ বরগোঁহাই এবং রাহুল রাজখোয়া।

Author

Spread the News