জামাতাকে জোর করে বিষ খাইয়ে হত্যা, অভিযোগ এনে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা
এম নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : কাছাড় জেলার কাটিগড়ায় তিন দিন আগে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার জেরে শেষ পর্যন্ত মৃত্যু হল বিমল দাস নামের এক ব্যক্তির। ঘটনার পর থেকে শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিমল রবিবার প্রাণ হারান।
জানা যায়, কয়েক দিন আগে বিমল দাস ও তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ হয়। বিবাদের পর স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। তিন দিন আগে বিমল নিজের সন্তানকে সঙ্গে নিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। কিন্তু অভিযোগ, সেখানে পৌঁছানোর পর শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে মারধর করে জোর করে বিষ পান করান এবং এতে তাঁর অবস্থা গুরুতর হয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় বিমলকে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তবে তিন দিন পর চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
এদিকে, বিমলের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এটি একটি পরিকল্পিত হত্যা। তাঁর পরিবার কাটিগড়া থানায় বিমলের স্ত্রীসহ শ্বশুরবাড়ির কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছে।

