মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দলবদ্ধ আক্রমণের শিকার যুবক, মামলা

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দলবদ্ধ আক্রমণের শিকার যুবক, মামলা

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : জুম্মার নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে আসার পথে কতিপয় মাদক মাফিয়াদের হাতে দলবদ্ধ আক্রমণের শিকার হলেন কাশীপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা জাবেদ উদ্দিন বড়ভূইয়া নামের এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের বিরাজ করছে। গুরুতর আহত জাবেদ বর্তমানে শিলচর মেডিক্যালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা যায়। আহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের পর জাবেদ উদ্দিন বড়ভূইয়া বাড়ি ফেরার সময় দা, রড ইত্যাদি ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ তাঁর উপর দলবদ্ধভাবে প্রাণঘাতী হামলা চালায় মদাক ব্যবসার সঙ্গে জড়িত সিরাজ উদ্দিন বড়ভূইয়া, ইমরান হুসেন বড়ভূইয়া, রিপন হুসেন বড়ভূইয়া, সিপন উদ্দিন বড়ভূইয়া ও কালাপূরণ বড়ভূইয়া সহ আরও কয়জন মাফিয়া। হামলায় জাবেদের হাত ভেঙে যাওয়ার পাশাপাশি অন্য হাতটিও কেটে দিয়েছে অভিযুক্তরা। এছাড়াও রডের আঘাতে মাথায় গুরুতর চোট পেয়েছেন জাবেদ। ঘটনার পর স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় রংপুর থানায় নিয়ে গেলে, পুলিশ জাবেদকে তড়িঘড়ি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠিয়ে দেয়। বর্তমানে জাবেদ উদ্দিন বড়ভূইয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছে কতিপয় অভিযুক্তরা। এরমধ্যে কিছুদিন আগে রিপন নামের ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ জেল হাজতেও পাঠিয়েছে। এবং বিগত দিনে মাদক মাফিয়াদের হাতে স্থানীয়রাও বেশ কয়বার আক্রমণের শিকার হয়েছেন বলে জানা গেছে। এদিকে, মামলার ভিত্তিতে পুলিশ তদন্তে নামলেও অভিযুক্তরা বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। তাদের কোন মন্তব্য জানা যায়নি।

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দলবদ্ধ আক্রমণের শিকার যুবক, মামলা

Author

Spread the News