চান্নিঘাটে জমি বিবাদের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের
বরাক তরঙ্গ, ৬ জুলাই : ধলাই থানা এলাকার চান্নিঘাট গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার, ফয়জুর রহমান লস্কর তাঁর নিজের জমিতে ঘরের কাজ করার সময় তাঁর সহোদর ভাইয়েরা জমি জবরদখল করে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে দেয়। এর প্রতিবাদ করলে বিরোধীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালায়। এই হামলায় ফয়জুর রহমানের স্ত্রী সালমা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
ঘটনার পর বিকেলে আহত সালমা বেগম লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে চারজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন চান্নিঘাটের বাসিন্দা আলতা হোসেন, পিয়ারুন নেছা, নুর আহমেদ লস্কর, এবং বাহারুল ইসলাম লস্কর।
মামলার বিবরণে সালমা বেগম উল্লেখ করেছেন যে, অভিযুক্তরা এসে তাঁদের বাড়ির চলাচলের রাস্তায় বেড়া বসিয়ে দেয়। এতে বাধা দিলে তারা তাঁদের ওপর চড়াও হয়ে হামলা চালায়, যার ফলে ফয়জুর রহমান ও সালমা বেগম আহত হন।
তিনি আরও অভিযোগ করেন যে, অভিযুক্তরা সালমা বেগমকে টানা-হেঁচড়া করে এবং তাঁর কানের দুল ও গলার হার ছিনিয়ে নিয়ে যায়, যার ফলে তাঁর কানে গুরুতর আঘাত লাগে। ভুক্তভোগীরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। সন্ধ্যায় লায়লাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে।