দশ ঘণ্টা অভিযানের পর ভূমিধসে আটকে পড়া এক মহিলার মৃতদেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : দশ ঘণ্টা অভিযানের পর গুয়াহাটি মহানগরে ভূমিধসে আটকে পড়া এক মহিলার মৃতদেহ উদ্ধার হল। উদ্ধারের পর রিনা ডেকার জিএমসিএইচে পাঠানো হয়। মাটির ১০ মিটার নীচে মৃত অবস্থায় পাওয়া যায় মহিলাকে।

সোমবার সকাল দিকে রিনা ডেকা স্নান করছিলেন, ঠিক সেই সময় পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে পড়ে। তারপর থেকেই মহিলাটি নিখোঁজ। ঘটনার পরপরই স্থানীয়রা সেখানে ছুটে আসে।

পরে ঘটনাটি সম্পর্কে এসডিআরএফ বাহিনীকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এসডিআরএফ দল অনুসন্ধান অভিযান শুরু করে। দশ ঘণ্টা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় রিনার নিথর দেহ। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Spread the News
error: Content is protected !!